©www.festivalsdatetime.co.in
বেশিরভাগ সময় দেখা যায় যে বাচ্চারা পড়াশুনায় মনোযোগ দিচ্ছে না।আপনার অনেক কিছু করার পরেউ আর বাচ্চাদের বোঝাবার পরও বাচ্চাদের পড়াশুনায় মন লাগাতে পারছেননা। বা আপনার বাচ্চা পড়াশুনায় অনেক ভালো আর খুব মনোযোগ দিয়ে পড়াশুনা করে তবুও সঠিক সফলতা পাচ্ছে না এবং অন্যদের থেকে পিছিয়ে পরছে, কঠিন পরিশ্রম করে পড়াশুনা করেউ ভালো নাম্বার আনতে পারছে না। এমন পরিস্থিতি বাস্তু-শাস্ত্রের জন্য হয়ে থাকে, বাস্তু-শাস্ত্র পড়াশুনা এবং অনান্ন্য শিক্ষাপ্রদ কাজে অগ্রসর হতে সাহায্য করে থাকে। এর পুরোপুরি সম্পর্ক প্রকৃতি আর শক্তির সাথে থাকে। যেই ভাবে আপনি বাচ্চাদের পড়াশুনার জন্য স্কুল, কোচিং, বই-খাতা, বন্ধু-বান্ধবদের প্রতি খেয়াল রাখেন ঠিক সেই ভাবে বাচ্চাদের পড়াশুনার জাইগার বাস্তু নিয়মের প্রতি একটু খেয়াল করুন।
পড়াশুনার প্রতি একাগ্রতার জন্য আবশ্যক বাস্তু-শাস্ত্র যা পড়াশুনাতে মন দিতে সাহায্য করবে, বাস্তু ঠিক থাকলে আপনার বাচ্চার মধ্যে পজেটিভ শক্তি আসে যার ফলে আপনার বাচ্চার মন সঠিক ভাবে পড়াশুনা এবং অন্যান্য কার্যকলাপে লাগে এবং উন্নতি প্রাপ্ত করে।
©www.festivalsdatetime.co.in
আপনি কি জানেন পড়াশুনাতে মা সরস্বতীর স্থান কতটা? যদি আপনার বাড়িতে সরস্বতীর স্থানে কোন রকম দোষ থাকে তাহলে এটি শিক্ষা, জ্ঞান এবং অন্যান্য শিক্ষাযুক্ত কাজে বাঁধা দিয়ে থাকে।
আসুন জেনে নিন পড়াশুনায় বাস্তু কিভাবে ঠিক রাখবেন-
🔸 পড়াশুনার ঘর ইশান কোনে বা পূর্ব দিকে বা উত্তর দিকে বানানো উচিৎ। খেয়াল রাখবেন পড়াশুনার ঘরের পাশে শৌচাগার (বার্থরুম) না থাকে, এর ফলে পড়াশুনায় বাঁধার সৃষ্টি হয়।
🔸 দেওয়ালে হালকা রং করা দরকার যেমন হালকা গোলাপি, হালকা হলুদ, হালকা সবুজ বা আকাশী। গভীর রং পড়াশুনার থেকে মন সরিয়ে দেয়।
©www.festivalsdatetime.co.in
🔸 বই খাতার আলমারি বা জায়গা পূর্ব দিকে বা উত্তর দিকে রাখা উচিৎ, এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার।
🔸 পড়াশুনার টেবিল পূর্ব বা উত্তর দিকে রাখবেন এবং পড়তে বাসার সময় মুখ উত্তর বা পূর্ব দিকে থাকা লাভবান কারন উত্তর আর পূর্ব দিক পজেটিব এনার্জি প্রদান করে আর স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।
🔸 পড়ার সময় পিঠের দিকে দেয়াল হওয়া উচিৎ, পিছনে দরজা বা জানলা থাকলে পড়াশুনার থেকে মন সরে যায়।
🔸 পড়াশুনার টেবিলের আকার আয়তকার, বর্গাকার বা গোল হওয়া দরকার আর টেবিলের কোন জেন ভাঙা না থাকে।
©www.festivalsdatetime.co.in
🔸 পড়ার টেবিলের সামনে বা বই রাখার জায়গার সামনে আয়না রাখা উচিৎ নয় এর ফলে মাথায় চাপ পরে।
🔸 ঘরের ভেতর প্রাকিতিক আলো আসা এবং সেই আলোতে পড়াশুনা করা লাভবান। ইলেকট্রিক আলোয় চোখে চাপ দেয়।
🔸 পড়ার টেবিলে ল্যাম্প রাখলে পড়াশুনায় মন লাগে এবং একাগ্রতার বৃদ্ধি হয়।
©www.festivalsdatetime.co.in কপি করে নিজের ওয়েবসাইট/ব্লগে পোস্ট করবেন না, করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।